শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বনানী খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
জনসভার মাঝামাঝি সময়ে মঞ্চে দেখা যায় পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলামকে।
নৌকা প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে মেয়র নির্বাচনে আগ্রহী আতিকুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ফারুক খান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. সাদেক খানসহ মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আতিকুল ইসলাম মঞ্চে আসার কিছুক্ষণ পর তার কয়েক হাজার সমর্থক মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ছাড়াও ‘আতিকুল ইসলামকে মেয়র হিসেবে দেখতে চাই’সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ছিল।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে জনসভার শুরুতে বক্তব্য দিয়ে বনানী ছাড়েন তিনি।
আওয়ামী লীগ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আতিকুল ইসলাম।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমইউএম/এএ