শনিবার (০৬ জানুয়ারি) চর কাদিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শামছুল হুদা জানান, শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগতে রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল উপজেলার চর কাদিরাইউনিয়নের চর ঠিকা গ্রামের শামছুল হক ছেরাংয়ের বাড়িতে দুই প্রবাসীর ঘরের দরজা ভেঙে ডাকাতি করে।
এসময় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী সাজেদাকে কুপিয়ে আহত করা হয়।
ইউনুছ জানান, ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দুই ঘর থেকে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মোট পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আমার রুমে ঢুকতে বাধা দিলে দরজা লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল।
এরআগে, বৃহস্পতিবার গভীর রাতে ১৫ থেকে ১৭ জনের একদল ডাকাত চর লরেন্সের ভক্তপাড়ায় আব্দুল গফুর পন্ডিতের ঘরের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ ৪০ হাজার ও স্বর্ণালংকারসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে যায়। ওই রাতে একই এলাকার হাজী মো. আলগীর হোসেনের বাড়িতেও ডাকাতি হয়। সেখান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সময় ওই এলাকার আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
এছাড়াও ওই রাতে মাওলানা মাহে আলমের বাড়ি, ইসলাম মাস্টার বাড়ি, ফারুক ড্রাইভাইরের বাড়ি ও নাজির উল্লাহ্ মাস্টারের বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে বলেও জানা যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, চরকাদিরার ডাকাতির ঘটনায় আহত প্রবাসীর স্ত্রীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত চলেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে চরলরেন্সের ডাকাতির বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
ওএইচ/