রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
পুরাকাটা-আমতলী ঘাটের ফেরির মিস্ত্রী পুলিন বাবু বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। কনকনে শীতে ঘাটে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
আরআর