ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বরিশালে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে জখম জখম ছালাম আকন-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আ. ছালাম আকনকে (৫৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহত আকন (৫৪) চড়বাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন আকনের ছেলে।

রোববার (৭ জানুয়ারি) সকালে বরিশাল নগরের পোর্টরোডস্থ কলাপট্টি সংলগ্ন এলাকায় তার ওপর এ হামলা হয়।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতের ছেলে মো. আরিফ হোসেন জানান, আকন পেশায় একজন মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। ছালাম যাত্রী নিয়ে পোর্টরোডস্থ কলাপট্টি এলাকা সংলগ্ন স্ট্যান্ডে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।  

এসময় দুর্বৃত্তরা তার পা ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।  

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, তারা বিষয়টি শুনেছেন। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।