ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ভাঙাচোরা সড়ক মেরামতের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সুনামগঞ্জে ভাঙাচোরা সড়ক মেরামতের দাবি মানববন্ধন কর্মসূচি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ-সাচনা সড়কসহ জেলার সকল ভাঙাচোরা-খানাখন্দে ভরা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু হিউম্যান হলার এবং অটোরিকশা ড্রাইভারস ইউনিয়নের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. তাজিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক রুনু মিয়া, সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটোরিকশা ড্রাইভারস ইউনিয়নের সভাপতি মছন মিয়া, সিনিয়র সহ-সভাপতি সুন্দর আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভাঙাচোরা সড়ক দ্রুত মেরামত করা না হলে আমরা সকল যানবাহন বন্ধ করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। সেই সঙ্গে যাত্রীদের ভোগান্তি হলে আমাদের ওপর দায় চাপাতে পারবেন না। সড়ক বিভাগ প্রশাসনসহ কর্তৃপক্ষকে বলতে বলতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।