ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদ অধিবেশন শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সংসদ অধিবেশন শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

জাতীয় সংসদ থেকে: দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে। 

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

এর আগে প্রস্তাবিত শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। শোক প্রস্তাব নিয়ে আলোচনায় কিছু সময়ের জন্য সংসদ অধিবেশন মূলতবি রাখা হবে।  

এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন অধিবেশনের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসিন।

আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংসদের এ অধিবেশন চলবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসকে/এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।