ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানী বিশ্ববিদ্যালয়ে দাবি পর্যালোচনার জন্য কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ভাসানী বিশ্ববিদ্যালয়ে দাবি পর্যালোচনার জন্য কমিটি গঠন

টাঙ্গাইল: পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন।

রোববার (০৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে দেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা খুলে দেয়।

পাঁচদফা দাবিগুলো হলো- ক্রেডিট ফি ১১০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা, পরিবহন ফি ৩০০ টাকা থেকে ১০০ টাকা করা, ৫০০ টাকা টিউশন ফি হিসেবে নেওয়া হয় তা বাতিল করা এবং ল্যাব ফি ও সকল উন্নয়ন ফি বাতিল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সজিব তালুকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। তাদের দাবিগুলো পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেন। এরপর সোয়া একটার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।