রোববার (০৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় নাহিদসহ ৯ জনকে আসামি করা হয়।
শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দু’পক্ষ সালিশে বসেন। সেখানে ঝগড়ার পর্যায়ে উত্তেজিত হয় আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাংক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত সিরাজুল সালেকীন শুন্যকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহীনুর রহমান পলাশকে (২২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএএএম/ওএইচ/