রোববার (৭ জানুয়ারি) বাকেরগঞ্জ চর রঙ্গশ্রী গ্রামের বাসিন্দা ইমরান হোসেন খান বাদী হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
বিচারক দিলরুবা ইসলাম মামলাটি আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
মামলার অন্য অভিযুক্তরা হলেন- বাকেরগঞ্জ চর রঙ্গশ্রী গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, মৃত মনসুর খানের ছেলে দেলোয়ার হোসেন খান ও মোহাম্মদ আলী খানের ছেলে দেলোয়ার হোসেন।
সূত্র জানায়, বাদী ইমরানের বাবা বেলায়েত হোসেনের সঙ্গে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। অভিযুক্ত সেলিমের শ্বশুরবাড়ি ও ওসি আব্দুল হকের বাড়ি ঝালকাঠিতে হওয়ায় তারা পরস্পরের যোগসাজশে ৪০ শতাংশ জমি আত্মসাতের উদ্দেশ্যে জাল স্ট্যাম্প তৈরি করে।
এ ঘটনায় বুধবার (৩ জানুয়ারি) আদালতে মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়। এর জেরে শুক্রবার (৫ জানুয়ারি) অভিযুক্তরা রাত ১২ টার পরে মামলার বাদী ইমরান হোসেনের বাসায় গিয়ে পুলিশ পরিচয়ে বেলায়েত হোসেনকে ডেকে আনে।
এ সময় মামলার পরিদর্শক আব্দুল হক (তদন্ত) বেলায়েতের মাথায় অস্ত্র ধরে মামলা তুলে নেওয়াসহ ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় মামলা করলে বিচারক আদেশের জন্য দিন ধার্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএস/আরআইএস/