নিহতরা হলেন- টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। একজনের পরিচয় জানা যায়নি।
সোমবার (০৮ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে মেরিনড্রাইভ সড়কের রামুর খুনিয়াপালং পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম বাংলানিউজকে জানান, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও অটোরিকশার যাত্রী ছৈয়দুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় অপর একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বাসের হেলপারকে অাটক করা হয়েছে বলেও জানান আবদুল হালিম।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিটি/ওএইচ/