ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫ লক্ষ্মীপুর কলেজে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

সোমবার (০৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে তারেক (১৭), ইমন (১৭) ও জুবায়েরের (১৭) নাম জানা গেছে।

তারা সবাই সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।  

কলেজ সূত্র জানায়, রোববার (০৭ জানুয়ারি) প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি হয়। পরে কলেজ ছাত্রলীগের সভাপতি এসে বিষয়টির মীমাংসা করেন।  

কিন্তু সোমবার সকালে এর জের ধরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫ নেতা-কর্মী আহত হন।

আহতদের তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে কলেজ ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মী জড়িত নন।  

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বাংলানিউজকে বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত।  

ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।  

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নাছের বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।