ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীরা পেলো শিক্ষা সামগ্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
নারায়ণগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীরা পেলো শিক্ষা সামগ্রী শিক্ষা সামগ্রী বিতরণ করছে অতিথিরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বঞ্চিত শিশুদের শিক্ষিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের ‘আনন্দ স্কুল-২’ এর আয়োজনে গলাচিপার ১৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ৪টি খাতা, একটি স্কেল ও বক্স তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, এটি ঝরে পড়া শিশুদের স্কুল।

সমাজের বিত্তবানদের কাছে আহবান করছি, আমাদের শিক্ষার্থীদের খাবার ও প্রয়োজনীয় কিছু সামগ্রী দিয়ে আপনারা সহযোগিতা করে আমাদের সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করুন।

শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সমাজ সেবক আবুল কালাম আজাদ, মো. শাকিল উদ্দিন শাকের, রিটন দে, মোহাম্মদ হোসেন, মিনার হোসেন ও শওকত খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।