সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার রাজিয়া বেগম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল খালেকের স্ত্রী।
জানা যায়, ২০১৪ সালের একটি মামলায় আদালত রাজিয়া বেগমের বিরুদ্ধে ছয় মাসের সাজা দেন আদালত। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিল। তবে কি মামলায় ওই নারীকে দণ্ড দেওয়া হয়েছে তা জানা যায়নি।
রোববার (৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরণ কুমার দে, এএসআই জাকির হোসেন ও এএসআই শাহজাহানের যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজিয়াকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
জিপি/