ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে দণ্ডপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
চৌদ্দগ্রামে দণ্ডপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আসামি রাজিয়া বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার রাজিয়া বেগম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল খালেকের স্ত্রী।

জানা যায়, ২০১৪ সালের একটি মামলায় আদালত রাজিয়া বেগমের বিরুদ্ধে ছয় মাসের সাজা দেন আদালত। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিল। তবে কি মামলায় ওই নারীকে দণ্ড দেওয়া হয়েছে তা জানা যায়নি।  

রোববার (৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরণ কুমার দে, এএসআই জাকির হোসেন ও এএসআই শাহজাহানের যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজিয়াকে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।