সোমবার (৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সোহান রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার হাসান আলীর ছেলে।
রাজশাহীর পুঠিয়া শিবপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, সোহান মোটরসাইকেলে করে বানেশ্বর বাজার থেকে বেলপুকুর যাচ্ছিল। বানেশ্বর ট্রাফিক মোড়ে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সোহান মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও জানান এসআই হাবিবুর।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসএস/আরআইএস/