ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়া স্থলবন্দরে ২৫ লাখ টাকার পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
আখাউড়া স্থলবন্দরে ২৫ লাখ টাকার পণ্য জব্দ আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ২৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (০৮ জানুয়ারি) বিকেলে দুই ভারতীয়সহ পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যাত্রীরা সবাই ভারত থেকে ফিরছিলেন।

সূত্র জানায়, সোমবার বিকেলে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী একটি বাস আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে। এসময় বাসটি কাস্টমস এলাকায় আসার পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালায় স্থলবন্দর কাস্টমস। পরে বাসের একাধিক ব্যাগে বিভিন্ন পণ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৫০টি শাড়ি, ৫৪টি থ্রিপিস, বিপুল পরিমাণ প্রসাধনী এবং ওষুধ।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস ও এর বাইরে থাকা যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যেহেতু এসব পণ্য অবৈধ নয়, সেহেতু যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।