সোমবার (০৮ জানুয়ারি) বিকেলে দুই ভারতীয়সহ পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যাত্রীরা সবাই ভারত থেকে ফিরছিলেন।
সূত্র জানায়, সোমবার বিকেলে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী একটি বাস আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে। এসময় বাসটি কাস্টমস এলাকায় আসার পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালায় স্থলবন্দর কাস্টমস। পরে বাসের একাধিক ব্যাগে বিভিন্ন পণ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৫০টি শাড়ি, ৫৪টি থ্রিপিস, বিপুল পরিমাণ প্রসাধনী এবং ওষুধ।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস ও এর বাইরে থাকা যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যেহেতু এসব পণ্য অবৈধ নয়, সেহেতু যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ