শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীত এখন সারা দেশে। কনকনে শীতে স্থবির হয়ে পেড়ছে জনজীবন।
এমন শীত থেকে রেহাই পেতে আগুনের উত্তাপ চায় অনেকেই। খড়কুটা ও লাকড়ির আগুনে শীতের কাঁপনি রোধে চেষ্টা উপকূলের বাসিন্দারা।
সোমবার সারাদিন লক্ষ্মীপুরে ছিলো হিমেল বাতাস। বয়ে যাওয়া শীতল বাতাসে হাড় কেঁপেছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। শীত বাড়তে থাকায় রাত না হতে ঘরে ফিরে বেশির ভাগ মানুষ। হাট-বাজারে উপস্থিতি কমে যায়। রাত বাড়ার সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমতে থাকে।
রাত ৯টার দিকে মেঘনা উপকূলীয় কমলনগর উপজেলা সদর হাজিরহাট মধ্য বাজারে প্রধান সড়কের ওপর খড়কুটা ও কাগজে আগুন দিয়ে অনকেই শীত থেকে কিছুটা রেহাই পেতে চেষ্টা করতে দেখা যায়।
এদিকে, মেঘনা নদী ভাঙা অসহায় দরিদ্র পরিবারগুলোর পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তারা দুর্ভোগে রয়েছে। শীতে নিম্ন আয়ের মানুষের উপার্জনের ওপর প্রভাব পড়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
জিপি