ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে মদ ও চোরাই মোটরসাইকেল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মাধবপুরে মদ ও চোরাই মোটরসাইকেল জব্দ ৬৭ বোতল মদ ও চোরাই মোটরাসাইকেল জব্দ।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ৬৭ বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোররাত ও সকালে পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবি সদস্যরা স্থানীয় একটি মাঠে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

অপরদিকে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করেন। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান বিজিবির এই কমকর্র্তা।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।