মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনরে আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জয়া রাণী চন্দ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, শিক্ষক নেতা সুব্রত কুমার মল্লিক, আব্দুল মমিন, আব্দুল্লা আল মামুন, বিনয় কৃষ্ণ বিশ্বাস, আলমগীর হোসেন, রেজাউল করিম, মুনির হোসেন মুকুল, রেজাউল ইসলাম, সবদুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইতোমধ্যে সরকারি শিক্ষক ও কর্মচারীরা ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন স্কেলে অর্ন্তভুক্ত হলেও ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাননি। তাই তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ