বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন
লালমনিরহাট: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্ত সড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিয়ানমার সীমান্ত থেকে এ সড়কের কাজ শুরু হবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বাউরা জমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সীমান্তে অপরাধ কমিয়ে আনতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক হয়ে কাজ করছে।
আমি ভারতে গিয়ে বিএসএফ’র সঙ্গে বৈঠক করেছি। বিএসএফ’র প্রধান বাংলাদেশে এসেছিলেন, সে সময়ও কথা হয়েছে। আমি বিএসএফকে বলে দিয়েছি, তারা যদি সীমান্তে হত্যা বন্ধ না করে তাহলে আমরাও বসে থাকবো না। সীমান্তে হত্যা বন্ধে বিজিবি যতটা আন্তরিক বিএসএফ ততটা আন্তরিক হয়ে উঠতে পারেনি। বিএসএফ এখনো তাদের ওই বিশাল বাহিনীকে বিভিন্ন সমস্যার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। বিএসএফ’র সমস্যার কারণে এখনো সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয়নি। তবে বিএসএফ আমাদের কথা দিয়েছে, তারা সীমান্তে হত্যা বন্ধ করতে কাজ করছে। শিগগিরই সীমান্তে হত্যাকাণ্ড কমে আসবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রংপুর বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ উল বারী, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুব উল আলম।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।