মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, একমাত্র বাংলাদেশেই বিনামূল্যে মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, এছাড়া ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, হাসপাতাল পরিচালক ব্রি. জে. একেএম নাসির উদ্দিন, ঢামেকের ছাত্র-ছাত্রী ও অতিথিরা।
সরকারি চিকিৎসকদের প্রথম দুই বছর গ্রামে চিকিৎসা সেবা দিতে হবে। আগামী নির্বাচনের আগেই গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা দিতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ঢামেক হাসপাতালে পাঁচ হাজার বেডে রুপান্তর ও হোস্টেলেও তৈরি করা হবে। কোনো এলাকাভিত্তিক নয়, মেধার জোরেই মেডিকেল ভর্তি সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা এটাই কাম্য।
আওয়ামী লীগের জন্য এবছর চ্যালেঞ্জের। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অহেতুক উত্তেজনা সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রী।
নবীন ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ কেউ হরতাল চায়না। কোথাও ধর্মঘট হবেনা। তোমরা ধর্মঘট, মিছিল মিটিং করবে না। তোমরা কেউ মিছিলে যাবেনা, আগে তোমাদের ডাক্তার হতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এজেডএস/এএটি