মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর-১ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ৩শ’ ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ও প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানকালে গুদারাঘাট এলাকার প্রায় ২০শ’টি অবৈধ স্থাপরা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত ও মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় ১শ’ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আরো প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা, মিরপুর-১ এর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের সন্নিকটেও কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাববে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এএটি