ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবা-অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
গাজীপুরে ইয়াবা-অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক র‍্যাবের হাতে আটক স্বামী-স্ত্রী

গাজীপুর: গাজীপুর থেকে ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি অস্ত্র মাদকবিক্রির টাকা ও বিভিন্ন মালামালসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

শনিবার (১০ নভেম্বর) গাজীপুর সি‌টি করপোরেশনে পূর্ব বাহাদুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

আটকরা হলেন- ওই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মো. শফিক (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৭)।

 

জানা যায়, গাজীপুর র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব-বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে ‌মো. শফিক ও তার স্ত্রী মর্জিনাকে আটক করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ দুই হাজার ২২০ টাকা, ১৩টি মোবাইল ফোন, ছয়টি মানিব্যাগ, পাঁচটি হাত ঘড়ি, তিনটি ফায়ারিং সিলিন্ডার, একটি চাইনিজ কুড়াল, দু’টি চাকু, একটি গ্রিল কাটার মেশিন, দু’টি করাত ও একটি শাবল জব্দ করা হয়।  

আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আকটরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্র‌য়ের পাশাপাশি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮ 
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।