ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে নলছিটি উপজেলার দপদপিয়া জিড়ো পয়েন্ট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, নিহত ওই ব্যক্তিসহ আরও একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় দপদপিয়া জিড়ো পয়েন্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে আমতলী থেকে বরিশালের দিকে যাওয়া ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিক্রমের চেষ্টা করেন মোটরসাইকেলটির চালক। আর এতে বাসটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

পরে আহত অবস্থায় মোটরসাইকেল চালকসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।