ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ কাজল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।  

কাজল মিয়া উপজেলার চন্দনা গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে।

অ্যাডিশনাল এসপি মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কাজল মিয়া এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ৫০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসহ কাজলকে আটক করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।