ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে রেস্তোরাঁয় অতিথি পাখির মাংস, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
সিলেটে রেস্তোরাঁয় অতিথি পাখির মাংস, আটক ২ পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে র‌্যাব-পুলিশের সদস্যরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে পাঁচভাই রেস্টুরেন্টে থেকে জবাই করা ও রান্না করা ১০১টি অতিথি পাখির মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে অভিযানে জবাই করা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করা ২৫টি গাংচিল, ২৯টি বক, ৮টি বালিহাঁস জব্দ করা হয়। এছাড়া রান্না করা অবস্থায় আরও ৩৯টি বালি হাঁস জব্দ করেছেন  ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় আটক করা হয়েছে হোটেল ম্যানেজার কাউছার আহমদ ও আব্দুল আউয়ালকে।  

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন র‌্যাব ও বন বিভাগের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এনইউ/এপি/এমএ ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।