ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছের ট্রাকে ইয়াবা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
মাছের ট্রাকে ইয়াবা, আটক ২ ইয়াবা বহনকারী ট্রাক

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মাছের ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে বদিউল আলম (২৬) ও আজিজুল হক (২৯) নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের খবর বাংলানিউজকে নিশ্চিত করেন ৠাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।
 
তিনি জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার রোডে অবস্থান নেন র‌্যাব-২ এর সদস্যরা।

এ সময় একটি মাছভর্তি ট্রাককে থামার জন্য সংকেত দিলে বদিউল ও আজিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  

পরে আটকের পর তাদের দেওয়া তথ্য মতে ট্রাকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ ৪ হাজার টাকা।

আটকরা দীর্ঘদিন ধরে মাছ বহনের আড়ালে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মোহাম্মদ সাইফুল মালি।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।