ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
ফেনীতে গণপিটুনিতে ডাকাত নিহত

ফেনী: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া-গোহাডুয়া গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে আমিন মহব্বত (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকিয়া-গোহাড়ুয়া এলাকার আফসার মিয়ার বাড়িতে সোমবার (৩১ ডিসেম্বর) রাতে ডাকাত দল অস্ত্রসহ হানা দিলে ওই ঘরের লোকজন টের পেয়ে ডাকাতের ওপর পাল্টা আক্রমণ করে। এসময় পালানোর সময় ধাওয়ায় এক ডাকাত পুকুরপাড়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে গ্রামের লোকজনসহ গণপিটুনির শিকার হয় আটকে পড়া ডাকাত।  

এদিকে, টহলে থাকা পুলিশ ডাকাত দলের অন্যদের পিছু নিয়ে দু’রাউন্ড গুলি ছুড়লেও কাউকে ধরতে পরেনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে থাকা ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর আহত ডাকাত আমিন বাংলানিউজকে জানান, তিনি চাঁদুপরের মতলব উপজেলার সফিকুর রহমানের ছেলে। ফেনী শহরের কদলগাজী এলাকায় ডেকোরেটর দোকানে বয়ের কাজ করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ডাকাতি করতে গেলে এলাকাবাসী গণপিটুনি দিয়ে ডাকাত মিজানকে পুলিশে সোপর্দ করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮ 
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।