সোমবার (২১ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে বিজিবি- ২১ ও ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে রুবেল (২২), বেনাপোলের দৌলতপুর গ্রামের আমিনের ছেলে তরিকুল ইসলাম (২২) ও আব্দুল মালেকের ছেলে মুজিবর (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত সীমান্ত পার হয়ে পাচারকারীরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে পুটখালী ও দৌলতপুর সীমান্তে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
এদিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা পাচারকারীদের ধাওয়া করে বেনাপোলের রঘুনাথপুর মাঠ থেকে ৩৯০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা পারেনি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তিন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এজেডএইচ/আরআইএস/