আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ জেলা হিমালয়ের একদম কাছে হওয়ায় প্রতিবছর ভিন্ন ভাবে আসে শীত।
সরেজমিন মঙ্গলবার (২২ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলা ঘুরে দেখা যায় ঠাণ্ডার কারণে সময়মত কাজে যেতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। এমনকি ঠাণ্ডার কারণে সন্ধ্যার পর দ্রুত কাজ শেষে ফিরছেন নিজ বাড়িতে।
হানিফ নামে পাথর ভাঙা এক শ্রমিক বাংলানিউজকে জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা কমে গেলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে অনেক ঠাণ্ডা।
অপরদিকে কথা হয় শামিম নামে এক যুবকের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর শীত বেড়ে যায়। রাতে লেপ-তোষক দিয়েও ঠাণ্ডা কাটছে না।
এদিকে সচেতন মহল জেলার নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানসহ সরকারিভাবে সাহায্যের আবেদন জানান।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। গতকাল সোমবার (২১ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে জানান এই কর্মকর্তা।
এদিকে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বাংলানিউজকে আরো জানান, গত বছরের জানুয়ারির তুলনায় এবারের জানুয়ারিতে শীতের দাপট একটু বেশি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএ