বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এর আগে সকালে উপজেলার চিনেডাঙ্গার কেওড়াতলা এলাকার একটি ঘের থেকে মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে আলী হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচাতো ভাই সখিপুর ইউনিয়ন পরিষদের মেম্বর আকবর আলী বাংলানিউজকে জানান, সাত বছর আগে আলীর সঙ্গে আসমার বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। আলী পেশায় একজন দিনমজুর। তার কারো সঙ্গে কোনো প্রকার শত্রুতার বিষয়ে আমাদের জানা নেই। তার স্ত্রী আসমার জাকির নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এ কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কটা খুব বেশি ভালো ছিলো না। এ নিয়ে কয়েকবার শালিসও হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে সখিপুর বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বের হয় আলী হোসেন। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী আসমা খাতুন ও কথিত প্রেমিক জাকির হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি