শুক্রবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শতাধিক বছরের পুরনো একটি পাকা কুয়োর গায়ে থেকে পাকিস্তান জিন্দাবাদ লেখাটি মুছে ফেলা হয়েছে।
স্থানীয় উপজেলা প্রশাসন দীর্ঘদিন পর লেখাটি মুছে ফেলায় স্বস্তি ফিরে এসেছে মুক্তিযোদ্ধা সংগঠনসহ সাধারণ মানুষের মধ্যে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের ওই পুরনো কুয়োটির গায়ে পাকিস্তানের জাতীয় পতাকার প্রতীক চাঁদতারা অঙ্কিত ফলকে লেখা ছিলো পাকিস্তান জিন্দাবাদ, মালিক-ভোলা মামুদ, ১৩১৩ চৈত্র মাস, মেরামত ১৩৫৭, গ্রামবাসী ও ইউনিয়ন বোর্ড, সৈয়দ উদ্দিন সরকার, পিইউবি। কুয়োটি ১১১ বছর আগে তৈরি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজোয়াটারি গ্রামের ওই এলাকায় বৃটিশ আমলে পানির সংকট দেখা দেওয়ায় স্থানীয় মৃত ভোলা মামুদ নিজ উদ্যোগে অর্ধশতক জমিতে একটি কুয়ো তৈরি করেন। স্থানীয়দের দুর্দশা লাঘবে নির্মিত সেই কুয়াটির বয়স শত বছর পেরিয়ে গেলেও আজ অবধি পানি শুকায়নি।
স্বাধীনতার ৪৮ বছর পরে সংস্কারকাজের মাধ্যমে কুয়োর গায়ে লেখাটি মুছে ফেলায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন বাংলানিউজকে বলেন, প্রাচীনতম কুয়োটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ আসায় দেড় লাখ টাকা ব্যয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে পাকিস্তান জিন্দাবাদ শব্দটি মুছে ফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সংস্কারের কাজ শেষ করে জয় বাংলা লেখা সম্বলিত ফলক স্থাপন করা হবে।
ফুলবাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে স্বাধীন করা দেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ লেখাটি দুঃখজনক। তবে লেখাটি মুছে ফেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সেইসঙ্গে সেখানে জয় বাংলা নামকরণ করে সংস্কার শুরু করায় স্থানীয় প্রশাসনকে অনেক ধন্যবাদ।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা আরেফিন বাংলানিউজকে জানান, কুয়োটি সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ শেষ হলে জয় বাংলা নামকরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এফইএস/আরআর