আটক মাহবুব। ছবি: বাংলানিউজ
রংপুর: রংপুরে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় চার লাখ টাকার ভারতীয় রুপিসহ মাহবুব নামে এক যুবককে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।
শুক্রবার (২৫ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান।
তিনি জানান, মাহবুব মাদারীপুর জেলার শিবচর থানার সাহেব বাজার কুতুবপুর গ্রামের ডা. গিয়াস উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মডার্ণ মোড়ে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রী মাহবুবকে আটক করা হয়। এসময় তার শরীরের নিচে পায়ের সঙ্গে বেঁধে রাখা ৩ লাখ ৭৭ হাজার ভারতীয় রুপি উদ্ধার হয়। যার আনুমানিক মূল চার লাখ টাকা উপরে।
তিনি আরো জানান, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে এই রুপি আনা হয়েছে। এসআই দুলাল মিয়া বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।