শনিবার (২৬ জানুয়ারি) ভোর রাতে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন মহাস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাস্থানহাট সংলগ্ন স্থানীয় মিষ্টি পট্টির একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মোজাহার হোসন বাংলানিউজকে জানান, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ চুলার উপর খড়ি রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সংশ্লিষ্টরা। আর সেখান থেকেই রাতে আগুনের সূত্রপাত হয় এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে তাদের অন্তত ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমবিএইচ/আরবি