ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের চ্যালেঞ্জ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের চ্যালেঞ্জ  বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন। বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কৌশল অবলম্বন করছেন। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের পাশাপাশি দেশকে দুর্নীতিমুক্ত করা।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।  

মন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগে আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি।

মানিকগঞ্জবাসীর দাবি ছিল পূর্ণাঙ্গ মন্ত্রীর। আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই গৌরব মানিকগঞ্জবাসীর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষকে নিয়ে চিন্তা করেন। দেশের উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের চিন্তা করেন। দেশ কীভাবে এগিয়ে যাবে তা নিয়ে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।

মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে  সংবর্ধনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের স্ত্রী সাবানা মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।