শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মামুন উপজেলার পতাং এলাকার আবুল কালাম গাজীর ছেলে ও পতাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আটকরা হলেন- সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দীনার এলাকার মাসুদ রানার ছেলে মাহামুদুল হাসান হাসিব (১৮) ও একই এলাকার সোহেল খানের ছেলে সিয়াম শাহরিয়ার হাসান শান্ত। এরা দুজনই পতাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এবং উদ্বোধক ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অতিথিদের সংরক্ষিত গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে হাসিব ও শান্ত। এ সময় গেটে ভলান্টিয়ারের দায়িত্বে থাকা মামুন তাদের বাঁধা দেয়। এতে মামুনের প্রতি ক্ষিপ্ত হয় তারা। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগের সঙ্গে সঙ্গে হাসিব ও শান্তসহ তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে জখম করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদেরও আটকের চেষ্টা চলছে। আহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান ওসি ফয়সাল।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএস/আরআইএস/