শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় যশোর সদর উপজেলার রূপদিয়া ইউনিয়নের কচুয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাল বিশ্বাস চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পরনাদপুর গ্রামের অরজুল্লাহ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপদিয়ার কচুয়া স্কুল মাঠের পাশে শ্রমিকরা পল্লী বিদ্যুতের নতুন খাম্বা বসানো শেষ করে লাইন চালু করেন। পরে আকাল বিশ্বাস খাম্বার মাথায় উঠে লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই আকালের মৃত্যু হয়েছে। যারা তাকে নিয়ে এসেছেন তারা বলছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। তবে তার মুখ এবং নাক দিয়ে রক্ত ঝরছিলো। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ইউজি/এমজেএফ