ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অসামাজিক কার্যকলাপ: র‌্যাবের হাতে এসআইসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
অসামাজিক কার্যকলাপ: র‌্যাবের হাতে এসআইসহ আটক ২

সিলেট: সিলেটে কিশোরীদের দিয়ে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপের ঘটনায় নারীসহ পুলিশের এক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে নগরের দাঁড়িয়াপাড়া গেষনা বি ২৬/১ বাড়ির নীচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
আটক মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) সিলেটের লালাবাজার ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।

তিনি নগরের মুন্সীপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।  
 
তার সঙ্গে আটক হন রিমা বেগম (৩৫) নামে এক নারী। তিনি নেত্রকোণা জেলার খালিয়াজুড়ির উপজেলার আটগাঁও গ্রামের মৃত মফিজুল মিয়ার মেয়ে।

র‌্যাব জানায়, রিমা বেগম ও এসআই রোকন উদ্দিন অবৈধভাবে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দাড়িয়াপাড়ায় ওই বাসাটি ভাড়া নেন।  
 
র‌্যাব-৯ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।
 
র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা সিলেটের বিভিন্ন স্থান থেকে দরিদ্র সুন্দরী মহিলা ও শিশুদের ভালো কাজের প্রলোভন দিয়ে শহরে নিয়ে আসতো। পরে তাদের দিয়ে ইয়াবা সেবন ও জোরপূর্বক অসামাজিক কার্যকলাপে বাধ্য করাতো তারা।  

উদ্ধার হওয়া দুই কিশোরীকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।  

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচার ও মাদক বিক্রির ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।