ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেলমেট পরা চালকদের ফুলেল শুভেচ্ছা জানালো কেএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
হেলমেট পরা চালকদের ফুলেল শুভেচ্ছা জানালো কেএমপি

খুলনা: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের দাঁড় করিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

ট্রাফিক সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহানগরের শিববাড়ী মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে ট্রাফিক আইন মান্যকারীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা এবং গাড়িতে স্টিকার প্রদান করা হয়।

আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানানো হয়।

সরদার রকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়াতে হেলমেট পরিধানে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশির ভাগ মোটরসাইকেল দুর্ঘটনায় হেলমেট না পরার কারণে চালকরা মারা যান। হেলমেট পরা থাকলে অনেকাংশে বড় ধরনের আঘাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই কেএমপির পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে তাদের দেখে অন্যরা হেলমেট পরতে উৎসাহিত হয়।

কেএমপির এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে খুশি মোটরসাইকেল চালকরাও।

‘আইন মানলে ফুলেল শুভেচ্ছা, না মানলে কঠোর ব্যবস্থা’- স্লোগানকে সামনে রেখে ট্রাফিক সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে এ কর্মসূচি পালন করেছে কেএমপি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবসহ কেএমপির ডিসি দক্ষিণ, ডিসি ট্রাফিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।