সোমবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও বেলা সাড়ে ১১টার পর দেখা মিলে সূর্যের। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
আব্দুর রউফ নামে এক সাংবাদিক বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন কুয়াশা ও শীত কম থাকলেও সোমবার সকাল থেকে কুয়াশা ও ঠান্ডার পরিমাণ বেশি দেখা গেছে। মনে হচ্ছে এ পঞ্চগড় জেলায় যেন আবার শীত ফিরে এসেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পেলে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়।
তবে গত বছর এই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বলেও জানান আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জিপি