সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী কোস্টগার্ডের নিজস্ব ঘাটে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সরকারের মৎস্য নিধনরোধে বিভিন্ন ধরনের অবৈধ জাল প্রতিরোধে ২১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি ১৫ দিনব্যাপী কর্মসূচির আওতায় সোমবার সকাল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের যৌথ অভিযানে জালগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড কন্টিজেন কমান্ডার পটুয়াখালী খন্দকার মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, জব্দ এক লাখ মিটার কারেন্ট ও বেহুন্দি জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লতিফা জান্নাতির উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন নদীতে মৎস্য নিধনরোধে অবৈধ জাল প্রতিরোধে অভিযান চালানো হবে।
বাংলানিউজকে ইউএনও লতিফা জান্নাতি বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডসহ অন্যান্য দফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস