ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাকডাঙ্গা সীমান্তে আড়াই কেজি স্বর্ণ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জানুয়ারি ২৯, ২০১৯
কাকডাঙ্গা সীমান্তে আড়াই কেজি স্বর্ণ জব্দ

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণেরবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২৯ জানুয়া‌রি) ভোরে ওই সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩-এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকা থে‌কে বারগুলো জব্দ করা হয়।

বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলা‌নিউজ‌কে জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল।

এসময় সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণেরবারগুলো ফেলে রেখে পালিয়ে যান চোরাকারবারীরা। পরে সেখান থেকে ১৮ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৮ লাখ টাকা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।