নিহত শিশুর বাবার সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে শিশুটিকে গুম করে হত্যা করা হয়েছে বলে গ্রেফতার ব্যক্তির বরাতে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে কামরাঙ্গীচর আলীনগর দুই নম্বর গলির ইলিয়াসের বাসার গেটের পাশ থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হৃদয়ের বাবা রমজান আলী বাংলানিউজকে জানান, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে লালবাগ শহীদনগর এক নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকেন তিনি। হৃদয় স্থানীয় একটি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী।
রমজান আলী আরো জানান, গত ২৬ জানুয়ারি বিকেল ৪টার দিকে খেলাধুলা করতে ঘর থেকে বাইরে যায় হৃদয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরদিন লালবাগ থানায় হৃদয়ের নিখোঁজের বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন রমজান আলী। হৃদয়ের খোঁজে এলাকায় মাইকিংও করা হয় বলেও জানান তিনি।
কামরাঙ্গীরচর থানার (এসআই) জাহাঙ্গীর আল মামুন বলেন, মঙ্গলবার সকালে কামরাঙ্গীরচর আলীনগর দুই নম্বর গলির ইলিয়াসের বাড়ির গেটের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ বস্তার ভিতর থেকে হৃদয়ের মৃতদেহ উদ্ধার করে। পরে হৃদয়ের মা তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
এসআই জাহাঙ্গীর বলেন, সাদা রংঙের প্লাস্টিকের বস্তার ভিতরে ছিল হৃদয়ের মরদেহ। বস্তাবন্দি মরদেহের উপরে কেরোসিন ঢেলে রাখা ছিলো যাতে দুর্গন্ধ বের না হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, নিহত শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
লালবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কুমার পাল জানান, হৃদয়কে গুম ও হত্যার ঘটনায় ইয়াসিন (২৬) একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানিয়েছেন, হৃদয়ের বাবার সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি শিশুটিকে গুম করে হত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এজেডএস/এমজেএফ