মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কমিটিতে অন্যান্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. মোহাম্মদ আলী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহাদত হোসেন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মুগদা হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৃষ্ট ঘটনাকে অনাকাক্ষিত বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হাসপাতালে এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কারো কাছেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি বেসরকারি টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসন হামলার শিকার হযন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা মুগদা হাসপাতালে চিকিৎসাসেবা সংক্রান্ত দুর্নীতি ও রোগীদের ভোগান্তি বিষয়ক প্রতিবেদনের তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএএম/আরআর