সোমবার (৪ ফেব্রুয়ারি) মহানগরীর ধাপ এলাকায় রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এনামুল হাবিবের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ও প্রশ্নফাসরোধে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশ অমান্য করে অনেকেই গোপনে কোচিং বাণিজ্য পরিচালনা করছে।
পরীক্ষা চলাকালীন যাতে কেউ কোচিং সেন্টার চালু রাখতে না পারে সে জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে মাস্টার মাইন্ড নামে কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে বেশ কিছু শিক্ষার্থী-শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালককে ক্লাস পরিচালনা করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ওই কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
এ ব্যাপারে মাস্টার মাইন্ড এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এএটি