ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় অস্ত্রসহ গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
পাবনায় অস্ত্রসহ গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেফতার গুলিবিদ্ধ আপেল। ছবি-বাংলানিউজ

পাবনা: পাবনা পৌরসভায় পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে পৌরসভার ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার মেডিকেল কলেজ পুরাতন হোস্টেলের পেছনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতার নাম আপিল শেখ ওরফে আপেল (৪২)।

তিনি ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুরাতন হোস্টেলের পেছনে রাতে মাদক বিক্রেতারা মাদক কেনাবেচা করছিলেন। খবর পেয়ে পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযানে যায়। টের পেয়ে এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক বিক্রেতারা পালানোর সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আপেলকে গ্রেফতার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আপেলের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের আট রাউন্ড তাজা গুলি, শর্টগানের চারটি গুলির খোসা, একটি ছুড়ি ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার পাওয়া যায়।  

এদিকে, এ ঘটনায় আহত পাবনা সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান ও এএসআই শাহিদ আক্তার এবং কনস্টেবল শাহাদত হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো জানান, আপেল একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ