মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সঙ্গে সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মধ্যে বৈঠকে উন্মোচিত হতে পারে সম্ভাবনার নতুন দ্বার।
বৈঠকে প্রধানমন্ত্রী মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে জার্মান বিনিয়োগ আহ্বান করতে পারেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রতি জার্মানির দৃঢ় আস্থা রয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
নবনির্বাচিত সরকারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করায় জার্মানির সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের সুশাসন সংহতকরণ, গণতন্ত্রের নীতিসমূহ শক্তিশালীকরণ এবং আইনের শাসন এগিয়ে নিতে জার্মানির সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
উভয় দেশের বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জার্মানির রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য এ কে ফাইয়াজুল হক রাজু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআইএস/এমজেএফ