সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে মাশরাফি বিন মর্তুজা। ছবি: বাংলানিউজ
জাতীয় সংসদ ভবন থেকে: নড়াইল-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। গত ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগ দিলেন মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি)।
এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি।
তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত এমপি নাজমুল হাসান পাপন।
মাশরাফির অধিবেশনে যোগ দেওয়া প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আমি মাশরাফিকে সংসদে দেখলাম। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এমপি হিসেবে তার কাজ চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসকে/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।