ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় গণপূর্তের তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কুষ্টিয়ায় গণপূর্তের তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও পাঁচ শ্রমিক আহত হওয়ার ঘটনায় নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণপূর্ত কার্যালয়ের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণপূর্ত বিভাগ কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।  
 
সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন- কুষ্টিয়ার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মহাম্মদ শফিউল হান্নান, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) আব্দুল মোতালেব ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ।

কুষ্টিয়া গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় কুষ্টিয়ার তিন প্রকৌশলীকে বরখাস্তের বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়। তাদের স্থলে অন্য জেলা থেকে কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলীর স্থলে যশোর গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আশীষ ডি কস্তাকে কুষ্টিয়ার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে মাগুরার গণপূর্ত কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমানকে কুষ্টিয়ার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

গত ১৬ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে বজলুর রহমান (৫০) নামে এক শ্রমিক নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসক আসলাম হোসেন একটি তদন্ত কমিটি গঠন করেন।  

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে অফিসিয়ালভাবে আমি এখনো কোনো চিঠি পাইনি।  

যশোর গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আশীষ ডি কস্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার সকালে আমি কুষ্টিয়ার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব বুঝে নিয়েছি। কুষ্টিয়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মহাম্মদ শফিউল হান্নান সোমবার কুষ্টিয়ায় কর্মদিবস শেষ করে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।