ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বাগেরহাটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফয়লা এলাকায় নির্মাণাধীন বিমান বন্দরের খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও চেক শার্ট।

তার গলা ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে কেউ ওই যুবককে হত্যা করে কম্বল পেঁচিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। স্থানীয় 

ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ  সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।