ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হারিয়ে যাওয়া দুই শিশু ফেরত গেলো মায়ের কোলে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
হারিয়ে যাওয়া দুই শিশু ফেরত গেলো মায়ের কোলে 

জামালপুর: পথ ভুলে জামালপুরে চলে আসা দুই শিশু ইয়াসিন (৯) ও আছাদুজ্জামান (১৩) ফিরে গেছে তাদের মায়ের কোলে। 

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জামালপুরে স্থাপিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালক) থেকে ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শিশু দু’টিকে যার যার বাবার হাতে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিরিনা পারভীন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সংস্থার আইআইআরসিসিএল প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, সমাজকর্মী আরজু মিয়া, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (বালক) মনোবিদ মনিরুজ্জামান, সমাজকর্মী আরমান আলী, সুশান্ত কুমার প্রমুখ।

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি হারানো শিশু ইয়াসিনের খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানায় ছুটে গিয়ে শিশুটির ব্যাপারে সাধারণ ডায়েরি করেন উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন। পরে সেখান থেকে শেখ রাসেলের সমাজকর্মী আরমান আলীর সহায়তায় তাকে নিরাপদ আশ্রয় হিসেবে নিয়ে আসা হয় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে (বালক)।  

ফেসবুকে শিশুটির ছবিসহ হারিয়ে যাওয়ার ঘটনাটি তুলে ধরলে পরদিন শিশুটির অভিভাবকগণ ফেসবুকে উল্লেখিত জাহাঙ্গীর সেলিমের মোবাইল নম্বরে যোগাযোগ করেন এবং ৫ ফেব্রুয়ারি ইয়াসিনের বাবা হাদিউল ইসলামসহ বড় ভাই জামালপুরে ছুটে আসেন।

একইদিন নীলফামারী থেকে সাত মাস আগে হারিয়ে যাওয়া মাতৃহীন শিশু আছাদুজ্জামানের বাবা আমিনুল ইসলাম ছেলের সন্ধান পেয়ে ছুটে আসেন জামালপুরে। একইসঙ্গে দুই শিশুকে হস্তান্তর করা হয়।

জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এখানে বিপদাপন্ন শিশুদের নিরাপদ আশ্রয়ের ঠিকানা হয়েছে। কোনো শিশু হারিয়ে অথবা পাচারের হাত থেকে উদ্ধার হবার পর এই কেন্দ্রে রাখা হয়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে অভিভাবকদের ঠিকানা সন্ধান করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের হাতে তুলে দেওয়া হয়। সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালক ও বালিকা) দু’টি স্থাপিত হওয়ায় জামালপুরবাসী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।